হেমন্ত পেরিয়ে এই শহর শীতে প্রবেশ করেছে। গায়ে ঠান্ডার আমেজ মেখে শহরবাসী যখন ধোঁয়া-ওঠা চায়ে চুমুক দিচ্ছেন, আমাদের বন্ধু রিতম ব্যানার্জী পাড়ি দিয়েছেন সুদূর উত্তরবঙ্গে। ডুয়ার্সের সৌন্দর্য্য ক্যামেরাবন্দী করে নিয়ে এসেছেন আমার আপনার জন্যে। চা বাগানের সুবাস মাখা সেইসব ছবির দ্বিতীয় কিস্তি রইল আপনাদের সামনে।
দেখে অবশ্যই জানাবেন কেমন লাগল।
——————————————————————————————————————————–



