আমি সর্বজিত – বন্ধুদের অনুরোধে ‘ও কলকাতা’র জন্য শুরু করছি এক বিশেষ নিয়মিত বিভাগ।কুইজ তো আপনারা অনেকেই ভালোবাসেন – আর সিনেমা ভালোবাসেন না এরকম খুব কম লোকজনকেই আমি চিনি। এই দুই পছন্দের বিষয়ের ওপর তৈরি করেছি এই নতুন ধরনের কুইজ।
প্রতি পর্বে থাকবে একটি করে প্রশ্ন। প্রশ্ন একটি হলেও – একই প্রশ্নের মধ্যে থাকবে অনেক অংশ কিন্তু সেই সঙ্গে প্রশ্নের মধ্যেও দেওয়া থাকবে কিছু ক্লু – আর সেই ক্লু থেকে চিনে নিতে হবে কুইজের পাত্র-পাত্রীদের। এই কুইজ বাংলা, হিন্দী, ইংরেজী যে কোন ভাষার ফিল্মের জন্যই হতে পারে।
এবারের পর্ব।
‘ক’ এক চিত্র পরিচালক যে কাজ শুরু করেন দুই বিখ্যাত পরিচালকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে।
যাদের – ‘খ’ (পুরুষ) এবং ‘গ’ (মহিলা) –
নিজের নিজের ছবি অস্কার পুরস্কারের জন্যে মনোনীত হয়ে ‘ক’ একটি ছবিতে খুব ছোটো চরিত্রে অভিনয়েও করেন।
সেই ছবি ‘ঘ’ র পরিচালক ‘চ’ অন্য একটা ছবি ‘ছ’ তে মুখ্য চরিত্রে অভিনয়ে করেন, যেখানে ‘জ’ তার সাথে মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করেন ‘ক’ এবং ‘জ’ একে অপরের কাজিন।
‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’, ‘চ’, ‘ছ’, ‘জ’ – সকলের পরিচয় চাই। উত্তর আগামী পর্বে। কেমন লাগল জানাতে ভুলবেন না যেন।
A = kiran Rao
B = Ashutosh gowariker
C = Mira Nair
D = Dil chahta hain
E = Farhan Akhtar
F = Wazir
G = Aditi Rao
সঠিক উত্তরের জন্য অনেক ধন্যবাদ।